,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জিকা ভাইরাসের ঝুঁকিতে ২৬০ কোটি মানুষ

লাইক এবং শেয়ার করুন

আফ্রিকা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমপক্ষে ২৬০ কোটি মানুষ জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে— এ তালিকায় রয়েছে বাংলাদেশও। শুক্রবার প্রকাশিত ‘দি ল্যানসেট ইনফেকশাস ডিজিজ’ সাময়িকীর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ গবেষণায় উঠে এসেছে যে, বাংলাদেশের ১৬ কোটি ৩০ লাখ মানুষ জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়াও ভারতের ১২০ কোটি, চীনের ২৪ কোটি ২০ লাখ, ইন্দোনেশিয়ার ১৯ কোটি ৭০ লাখ, পাকিস্তানের ১৬ কোটি ৮০ লাখ মানুষ এ ঝুঁকিতে রয়েছে।

আর বলা হয়, স্বাস্থ্য সুরক্ষামূলক উপকরণ কম থাকার কারণে এ সব অঞ্চলে জিকা সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এরইমধ্যে বিশ্বের ৬৫টি দেশে জিকা আক্রান্ত রোগি সনাক্ত করা হয়েছে। জিকা কবলিত দেশে ভ্রমণ করার পরই এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। সিঙ্গাপুরে ১০ বাংলাদেশিসহ জিকা ভাইরাসে আক্রান্ত ১১৫ জনকে শনাক্ত করা হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ