,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শিবলী শাহেদ – এর একগুচ্ছ কবিতা

লাইক এবং শেয়ার করুন

অন্তিম প্রকল্প

বিরামচিহ্নের পাশে এইটুকু নিঃশ্বাস
সেখানে জিউসের দুটো চোখ
সম্প্রদানের অতীত।
চারপাশে ইথারের ঢেউ
পরজীবী প্ররোচনায়
মিথ হয়ে ভাসে
অক্ষর….
প্রিয় পতঙ্গ-মৌ,
সমুদ্রাভিজানে তোমার স্পেস-শিপ
শূন্যতার বেশে পরাভূত
অথচ ভূমিষ্ঠ দেবদারুর ছায়ায় তুমি
দ্রবীভূত হয়ে গেছ।

স্মৃতি

অতীতপাখি ভুল ক’রে যে পালক ফেলে যায়
তার নাম স্মৃতি।
পালক, সে তো বাড়ি-ফিরে-যাওয়া হাওয়ার মতো
পলকা।
তবুও ধারণ করবার মতো
হালকা সে নয়…
আজন্ম প্রত্যাবর্তনের ভার বয়ে বেড়াই।

শিরোনাম

স্টেশন, তোমার নাম জানি না বলে
ট্রেনের সাথে তুমিও চলে গেলে
সাথে নিলে দৃশ্য অবিরাম
তার বদলে প্রসূন-পাতার দাম
তাও দিলে না!
স্টেশন, তুমি বললে না তো নাম…


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ