,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তাহিরপুরে কাল বৈশাখী ঝড়ে লন্ডবন্ড

লাইক এবং শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি # সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কাল বৈশাখী ঝড়ে লন্ডব- হয়ে গেছে। উপজেলার জেলার প্রায় অর্ধশতাধিক কাচাঁ বাড়ি, মসজিদ ও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছে প্রায় ২০জন। ঝড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী জানায়, গত রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলায় উপর দিয়ে বয়ে যাওয়া আধাঘন্টা ব্যাপী কালবৈশাখী ঝড়ে উপজেলা সদর, পৈন্ডুব, সাহেব নগড়, কান্ডবপুর, মন্দিয়াতা রামজীবনপুর, দপেরকান্দা গ্রাম সহ ১২টি গ্রামের অসহায় মানুষের কাচাঁ বসত বাড়ি, গাছ-পালা, বিভিন্ন স্থাপনা, বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে।

এছাড়াও রাতে বিভিন্ন হাওরে স্থানীয় জেলেরা হাওরে ১৫টি ছোট নৌকা, ১৫ হ্যাজ্যাক লাইট, জেনারেটর দিয়ে চিংড়ি মাছ ধরছিল। হঠ্যাৎ ঝড় শুরু হয়ে মাছ ধরার সরঞ্জাম হাওরে ফেলে কোন রকমে প্রাণ নিয়ে তীরে এসে জীবন বাচাঁয়। ঝড়ের পর ১৫টি ছোট নৌকা, ১৫হ্যাজ্যাক লাইট, জেনারেটর আর খুঁজে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন। এছাড়াও সুনামগঞ্জ জেলার সদর উপজেলা, জামালগঞ্জ, ধর্মপাশা, দোয়ারা বাজার, ছাতক সহ ১১টি উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, আমার উপজেলার ১২টি গ্রামে গত রবিবার রাতে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন আমাকে জানিয়েছে। সবার খোঁজ খবর নিয়েছি ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগীতার ব্যবস্থা করা হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, গত রবিবার রাতে ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের উপযুক্ত সহযোগীতা করা হবে।
 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ