,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কাউখালীতে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১

লাইক এবং শেয়ার করুন

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে আব্দুর রহীম(৪৫) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুতস্পর্শে নিহত হয়েছে।  শনিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের কাউখালী  মহাবিদ্যালয়ের নির্মাণাধিন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় আসমান আলী(২৫)নামে অপর এক নির্মাণ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে সংকটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিক আব্দুর রহীম পিরোজপুর শহরের মাছিমপুর মহল্লার আব্দুর রবের ছেলে । আহত অপর শ্রমিক আসমান আলী চুয়াডাঙার আলমডাঙা উপজেলার ওসমানপুর গ্রামের  মো. মজিবর ইসলামের ছেলে।
থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, কাউখালী  মহাবিদ্যালয়ের নির্মাণাধিন নতুন ভবেন গত কয়েক মাস ধরে ওই দুই শ্রমিক কাজ করে আসছিলেন।  শনিবার সকালে শ্রমিকরা ভবনে পাইপ লাইনের কাজ করার সময় নিচ থেকে জিআই পাইপ চতুর্থ তলায় ওঠানোর সময় লোহার পাইপ হাত থেকে পড়ে গিয়ে ভবন পাশ্ববর্তী বিদ্যুত লাইনের তারে স্পর্শ ঘটে। এসময় শ্রমিক আব্দুর রহীম বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। তাকে উদ্ধারে এগিয়ে আসলে অপর শ্রমকি আসমান আলী অগ্নিদগ্ধ হয়ে আহত হন। এসময় বিদ্যুত লাইনের তারে আগুনের স্ফুলিংগ ছড়িয়ে পাশ্ববর্তী আব্দুস সাত্তারের বসতঘরে অগ্নিকা- ঘটে। কাউখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় নিহত শ্রমিক ও  আহত শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আহত শ্রমিক আসমান আলীকে সংকটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ  মো. মনিরুজ্জামান বলেন, ভবনে কাজ করার সময় পাশ্ববর্তী বিদ্যুত লানে লোহার পাইপ পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে জেলা মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ