,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুন

লাইক এবং শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে মাটি ভরাটকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ভাতিজা ও ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার নাকাসিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিলু সরকার (৪৮)। নিহতের পরিবার জানায়, সকালে বাড়িতে কোদাল দিয়ে মাটি ভরাটের কাজ করছিল নিলুর স্বজনরা। এ সময় তার ভাতিজা দীপক সরকার ও ভাতিজি জামাই সুবল সরকার তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে নিলু সরকারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা নিলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিলু সরকার সিএনজি চালিত অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। নিহতের স্ত্রী শ্রী সুন্দরী বলেন, সকালে বাড়িতে মাটি ভরাটের কাজ করার সময় দীপকসহ কয়েকজনে মিলে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে। তিনি আরও বলেন, আমরা হত্যাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ