,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

লাইক এবং শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বাগড়াপাড়া ও ড্রাইভাপাড়া নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় আবারও ঝড়লো পথচারির প্রাণ। জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ ফোর-লেন মহাসড়কের বাগরাপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গাড়ীর হেলপার ময়মনসিংহ কোতয়ালি থানার সিরাজুল ইসলামের ছেলে শফিদুল ইসলাম (২৬)নিহত হয়। এ ঘটনায় আহতরা হলেন-গফরগাঁয়ের আ: আলীমের স্ত্রী হেনা (৪৫), ময়মনসিংহ কোতয়ালী থানার চরঈশ্বরদী গ্রামের জহির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩০। অপরদিকে উপজেলার ড্রাইভাপাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৩০) এক পুরুষ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির এস আই  আবুল খায়ের জানান, ঢাকাগামী ট্রাক ও উল্টো পথে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আহত একজন মারা যান।
পথচারিরা জানান ফোর-লেন কাজের খুড়াখুঁড়িতে রাস্তার একপাশ বন্ধ থাকায় ২লেনে গাড়ী চলাচল করায় আজকের দূর্ঘটনা। 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ