,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

খুলনার ৬টি সহ বিভাগের ৩১ কলেজ সরকারিকরণে চূড়ান্ত

লাইক এবং শেয়ার করুন

মোহাম্মদ রাহাদ রাজা,খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলার ৬টি সহ বিভাগের ৩১টি কলেজ সরকারিকরণের জন্য চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার। সারাদেশের ২৮৫টি বেসরকারি কলেজ রয়েছে সে তালিকায়। এসব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

গত বৃহস্পতিবার মন্ত্রণালয় এক আদেশে জরুরী ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠাতে নির্দেশ দেয়। সবকটি কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, সরকারিকরণের তালিকায় রয়েছে খুলনার ডুমুরিয়ার শাহপুর মধুগ্রাম কলেজ, ফুলতলার মহিলা কলেজ, পাইকগাছা কলেজ,দিঘলিয়ার এমএ মজিদ ডিগ্রী কলেজ,ঝিকরগাছার শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ,  তেরখাদার নর্থ খুলনা কলেজ, বটিয়াঘাটা ডিগ্রী মহাবিদ্যালয়, যশোরের নওয়াপাড়া মহাবিদ্যালয়, চৌগাছা ডিগ্রী কলেজ, কেশবপুর ডিগ্রী কলেজ, মণিরামপুর ডিগ্রী কলেজ, বাঘারপাড়ার শহীদ সিরাজ উদ্দিন হোসেন মহাবিদ্যালয়, বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজ, ফকিরহাটের ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়, রামপাল ডিগ্রী কলেজ, চিতলমারির বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ, মোল্লাহাট জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়, মোড়েলগঞ্জ সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, শরণখোলা ডিগ্রী কলেজ, সাতক্ষীরার দেবহাটা খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ, কালিগঞ্জ কলেজ, ঝিনাইদহের কালিগঞ্জের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ, কুষ্টিয়ার দৌলতপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, খোকসা কলেজ, ভেড়ামারা মহিলা কলেজ, কুমারখালী কলেজ, চুয়াডাঙ্গার জীবননগরে আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, মাগুরার মোহাম্মদপুর বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ, শারিখার বিহারীলাল শিকদার মহাবিদ্যালয়, শ্রীপুর ডিগ্রী কলেজ, নড়াইল কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। এসব কলেজের আত্তীকৃত হওয়া শিক্ষকরা আপাতত অন্য কলেজে বদলী হতে পারবেন না। বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো হওয়ার পর মোট সংখ্যা দাঁড়াবে ৬ শতাধিক।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ