,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

খুলনায় কওমী সনদ স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনঃ ৩ দফা দাবী

লাইক এবং শেয়ার করুন

মোহাম্মদ রাহাদ রাজা,খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টারঃ কওমী সনদ স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণাঞ্চলের কওমী উলামা মাশায়েখ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ এপ্রিল/১৭) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিনন্দনের পাশাপাশি তিন দফা দাবি তুলে ধরেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনার নিজখামার এলাকার মাদানীনগর কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি এমদাদুল্ললাহ কাসেমী।
তিন দফার দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা আগামী সংসদ অধিবেশনের মধ্যে বাস্তবায়ন, কওমী মাদ্রাসার ছাত্রদের সরকারি চাকুরির অবাধ সুযোগ সৃষ্টি ও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের সামনে থেকে গ্রীকদেবী ঈদের পূর্বেই অপসারণ করতে হবে।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নোত্তরে তারা বলেন, “কওমীর দাওরায়ে হাদীসের সনদকে ইসলামী স্ট্যাডিজ ও এ্যারাবীতে মাস্টার্স ডিগ্রীর সমমানের বিরোধিতাকারী আহেলে সুন্নাতরা ইসলামের সঠিক পথে নেই। সঠিক পথে থাকলে তারা কখনোই কওমী মাদ্রাসার বিরোধিতা করতেন না।”

সংবাদ সম্মেলনে এ অঞ্চলের শতাধিক কওমী মাদ্রাসার উলামা মাশায়েখরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ