,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

মেহেরপুর-মুজিবনগর সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লাইক এবং শেয়ার করুন

মোহাম্মদ রাহাদ রাজা,খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টারঃ বুধবার (১২ এপ্রিল/১৭) থেকে সড়ক ও জনপথ বিভাগের উদ্দ্যোগে ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় মেহেরপুর- মুজিবনগর সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু । এ পর্যন্ত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।

 মেহেরপুর সড়ক ও জনপথ  বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাধন কুমার বিশ্বাস জানান, “মেহেরপুর থেকে মুজিবনগর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের দুপাশে সরকারী জমি দখল করে অনেকেই অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন । এসব স্থাপনা সরিয়ে নেবার জন্য বার বার জানানো হলেও তাতে কর্ণপাত করেনি তারা । যে কারনে গতকাল বুধবার দুপুর থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয় । এ দিন বিকাল ৩টা পর্যন্ত শতাধিক কাঁচা,পাকা ঘর-বাড়ি, দোকানসহ বিভিন্ন প্রকার স্থাপনা এবং সড়কের পাশে অবৈধভাবে রাখা ইট-বালুসহ বিভিন্ন উপকরণ সরিয়ে দেয়া হচ্ছে ।”

তিনি আরও জানান, মুজিবনগর দিবস উপলক্ষে এ কার্যক্রম শুরু হয়েছে, “আজ  বৃহস্পতিবারের মধ্যে  এ কাজ সম্পন্ন করা হবে । অভিযানে সহযোগিতা করছেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন-এর ভ্রাম্যমান আদালত ।”


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ