,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

খুলনা বিভাগীয় নন-এমপিও শিক্ষক পরিষদের মানববন্ধন

লাইক এবং শেয়ার করুন

মোহাম্মদ রাহাদ রাজা,খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টারঃ রোববার (৯ এপ্রিল/১৭) খুলনা প্রেস ক্লাবের সামনে খুলনা বিভাগীয় নন-এমপিও শিক্ষক পরিষদের ব্যানারে এমপিওভুক্ত কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ব্যবসায় শিক্ষা শাখায় আবশ্যিক বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রভাষকদের এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

খুলনা বিভাগীয় নন-এমপিও শিক্ষক পরিষদের সভাপতি যুবায়ের হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দিলারা বেগম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শেখ দিদারুল আলম ও অধ্যাপক মনিরুজ্জামান মোড়ল। বক্তব্য দেন অধ্যাপক আসিফ ইকবাল, অধ্যাপক শেখ রায়হান উদ্দিন, অধ্যাপক কে এম বাশার, অধ্যাপক সুব্রত মল্লিক, দীপা খান, সঞ্জয় কুমার প্রমুখ। পরে তারা খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উল্লিখিত বিষয়ে নিয়োগপ্রাপ্ত প্রভাষকগণ আবেদন করেও এমপিওভুক্তি হতে পারছেন না। এ অবস্থায় তারা নিয়মিত ক্লাস নিয়েও কোন বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ