,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

লক্ষ্মীপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের ১৫ নেতা আটক

লাইক এবং শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিনসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মারকাজ মসজিদের পেছনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িসংলগ্ন একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের ৩৫/৪০ জন নেতাকর্মী ওই ঘরে বৈঠক করছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন দৌঁড়ে পালিয়ে যান। এ সময় ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ, কমলনগর উপজেলা জামায়াতের আমির নূর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির এবং জেলা ও উপজেলাসহ বিভিন্ন শাখার জামায়াত-শিবিবের দায়িত্বশীল নেতা রয়েছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আটক নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট ও বই জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ