,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

টাকা জমিয়ে ঘর করা হলো না আজিজুলের…!

লাইক এবং শেয়ার করুন

ফিউল্লাহ আনসারী, ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি: ঢাকায় গিয়ে রিক্সা চালিয়ে বসত ভিটায় একটি ঘর তুলে ছেলে-মেয়েদের নিয়ে থাকার ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেলো ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ডাকিরকান্দি গ্রামের মৃত হাসু মুন্সির ছেলে আজিজুল হকের।  রোকসানা তার বড় বোন,বোন জামাই ও তিন ভাগ্নের অকাল মৃত্যুতে শোকে কাতর অবস্থায় বলেন, “টাকা জমিয়ে বাড়ীতে একটা ঘর করার জন্য ঢাকায় গিয়েছিল, এখন সব শেষ”। দুর্ঘটনায় মৃত রেজিয়ার বোন রোকসানা এবং তার বোনেরা এসেছিল লাশ শনাক্ত করতে। এ সময় কথা হয় তাদের সাথে।

তারাকান্দা উপজেলার ডাকিরকান্দি গ্রামের মৃত হাসু মুন্সির ছেলে আজিজুল হক তার স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ঢাকায় রিক্সা চালিয়ে সংসারে স্বচ্ছলতা আনতে গিয়েছিল। তার স্ত্রী কাজ করতো পরের বাসা-বাড়ীতে। এক বছর যাবত দুজনের আয়ে তাদের সন্তানদের লেখাপড়া-ভরন পোষনের পরে বাকী টাকা তাদের বাড়ীতে থাকা একশতক জমিতে একটি বসত ঘর নিমার্ণের জন্য জমাচ্ছিল। কিন্তু শুক্রবার ভোরে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা তাদের জীবনের সাথেই সকল আশা ভরসাকে ধুলিষ্যাত করে দিয়ে গেল।

জানা যায়, ৩ ভাই ৩ বোনের মধ্যে আজিজুল সবার বড়। কষ্টের সংসারে বড় ছেলে মেহেদীকে একটি মাদরাসায় হেফজ পড়ার জন্য ভর্তি করে, ছোট দুই ছেলেকে বাড়ীতে রেখে তারা কাজ করছিল। তিন দিনের বন্ধের কারনে ঢাকার বাসাবো বউ বাজার এলাকা থেকে তারা গত বৃহস্প্রতিবার রাতে কম ভাড়ায় উঠে পড়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাকে। কে জানতো আর বাড়ী যাওয়া হবেনা তাদের? আজিজুলের ভায়রা ভাই হৃদয় জানান,একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে তাদের আত্মীয় ম্বজন ও তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য,শুক্রবার ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলে একই পরিবারের-ময়মনসিংহের তারাকান্দার গ্রামের আজিজুল হক (৪০), রাজিয়া (২৭), মেহেদী (১১), মিজান (৯) ও সিজান (৩) মারা যায়। একই ঘটনায় ময়মনসিংহ খাকডহর চিনাপাতির মা-ছেলে জোৎস্না (৭০), সিরাজুল ইসলাম (১৮) ,খোরশেদ আলম(৪০), শুক্কুর আলী ও উত্তর নাকশি নালিতাবাড়ীর মৃত সামছুদ্দিনের ছেলে শাহজাহান (২৫) নিহত হয়। এ সময় আহত ২ জনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ