,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পিরোজপুরে অনিয়মিত সদস্যদের নিয়মমিত করণ মত বিনিময় ও স্বাস্থ্য সেবা প্রদান

লাইক এবং শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: আশা- পিরোজপুর জেলার ভান্ডারিয়া-২  ব্রাঞ্চে অনিয়মিত সদস্যদের নিয়মিতকরণ মত বিনিময় ও স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচী-২০১৭ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোঃ আবু হাসনাত চৌধুরী, জয়েন্ট ডিরেষ্টর, আশা-কেন্দ্রীয় কাযালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোঃ তরিকুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আশা-কেন্দ্রীয় কাযালয়। 

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ ইউনুস আলী শেখ, সিনিয়ির ডিস্ট্রিক্ট ম্যানেজার, আশা-পিরোজপুর জেলা। সভায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া ব্রাঞ্চের বিএম সহ অন্যন্য কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  উপস্থিত ৭০ জন সদস্যকে  প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ৪৬ জন সদস্যকে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয় এবং উপহার হিসেবে প্রত্যেক সদস্যকে ১টি করে আশা মনোগ্রাম  সম্বলিত মগ দেয়া হয়। আশা পিরোজপুর জেলায় ৩২টি ব্রাঞ্চের মাধ্যমে ৮০ হাজার পরিবারকে ক্ষুদ্র ঋন, সঞ্চয়, রেমিটেন্স, শিক্ষা, স্বাস্থ্য সেবা, স্যানিটেশন সহ বিভিন্ন প্রকার সেবা প্রদান করে আসছে বলে সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার জনাব মোঃ ইউনুচ আলী শেখ জানান।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ