,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কাউখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে কর্মশালা অনুষ্ঠিত

লাইক এবং শেয়ার করুন

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে পিরোজপুরের কাউখালী উপজেলা শিক্ষা কমিটির আয়োজনে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ অংশ নেন।

উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীরের সভাপতিত্বে এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রী, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ মাহবুবুর রহমান খান ও সদস্য হুমায়ুন কবির তালুকদার রাজু, শিক্ষা উদ্যোক্তা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। কর্মশালায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এস.এমসির সভাপতি ও কমিটির সদস্যসহ স্থানীয় কমিউনিটির প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ