,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তাহিরপুরে জেলা ছাত্রলীগের সম্মেলন কে সফল ও সার্থক করার লক্ষ্যে মিছিল ও সভা

লাইক এবং শেয়ার করুন

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি # সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১১মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলন কে সফল ও সার্থক করার লক্ষ্যে মিছিল ও প্রস্তুতি সভা করেছে উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুশারের নেতৃত্বে এক বিশাল মিছিল দলীয় কার্য্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব রাখেন, তানসেন তালুকদার তুশার, আবু জাহেদ লিপু, পার্থ রায়, অপু মুকার্জি, জয় রায়, কৌষিক চক্রবতি, আবিকুল ইসলাম, মৃদুল, হ্নদয়, উত্তম, নয়নগড় ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছাইদুল ইসলাম, আলামিন, খায়রুল, স্বপ্ন, রাহুল,বড়দল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল, তানিম, রিয়াদ, এনাম, আদনান প্রমুখ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ