,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভালুকায় বনের জমি দখলের হিড়িক

লাইক এবং শেয়ার করুন

আবুল বাশার শেখ, ময়মনসিংহ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের আমতলী এলাকায় ৭৭৮ দাগে বনের জমিতে সাইদুল ইসলাম গংরা পাকা দালান নির্মাণ করে জমি দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। (০২ মার্চ) বৃহস্পতিবার দুপুরে সরজমিন ওই এলাকায় গেলে দেখাযায় ৭৭৮ দাগ ও ১১০ দাগের বন বিজ্ঞপ্তিত জমিতে অসংখ্য দালান কোঠা নির্মাণ হচ্ছে। ৭৭৮ দাগে একটি ইটের দালানের চালা নির্মাণ কাজ করছেন কাঠ মিস্ত্রিরা। এ সময় বাড়ীর মালিক পরিচয়ে সাইদুল ইসলাম নামে একজন জানান তারা স্থানীয় বনবিভাগের সাথে যোগাযোগ করেই দালান নির্মাণ করছেন। এ ব্যাপারে হবিরবাড়ী বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরী জানান বিষয়টি তিনি জানেন না খোজ নিয়ে আইনগত ব্যবস্থা নিবেন। পার্শ্ববর্তী ১১০ দাগে নির্মাণ হচ্ছে অসংখ্য বাড়ীঘর যা সম্পুর্ণ বন বিজ্ঞপ্তিত জমি। সচেতন মহলে ধারনা বনবিভাগের যোগসাজসে এসব বনভূমি বেদখল হচ্ছে অবিলম্বে ব্যবস্থা না নিলে এক সময় বন বলতে এই এলাকায় কিছুই থাকবেনা।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ