,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পিরোজপুর সদর উপজেলাকে ‘বাল্য বিবাহ মুক্ত উপজেলা’ ঘোষনা

লাইক এবং শেয়ার করুন

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। এ উপজেলায় মোট ৭টি ইউনিয়ন রয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এনজিও, মহিলা সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক, অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, গৌতম রায় চৌধুরি, শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, নিকাহ রেজিস্টার হুমায়ুন আহম্মেদ, কলেজ ছাত্রী সায়মা হোসেন, প্রধান শিক্ষক আঃ করিম সরদার ও ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি প্রমুখ। পরে জেলা প্রশাসক উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, জেলার বাকী উপজেলাগুলোকেও পর্যায়ক্রমে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ