,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কুষ্টিয়ার দৌলতপুরে ইপিল ইপিল গাছের ডাল পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লাইক এবং শেয়ার করুন

মোঃ রাজন আমান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি # কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় গাছের ডাল পড়ে আকাশ (৭) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতপুর  উপজেলার মহিষকুন্ডি পূর্বপড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আনারুল সর্দার তার ইপিল ইপিল গাছের ডাল কাটার সময় শিশু আকাশ গাছের নীচে খেলা করছিল। এসময় গাছের কাটা ডাল ওপর থেকে নীচে পড়লে ডালের তলে পড়ে শিশু আকাশ ঘটনাস্থলেই মারা যায়। উক্ত  শিশুটি ডাংমড়কা এলাকার কামাল হোসেনের ছেলে। সে মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকায় নানা নাজিম উদ্দিনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর থানা পুলিশের উপস্থিতিতে মিমাংসার মাধ্যমে নিহত শিশুর দাফন সম্পন্ন হয়। এতে নিহত শিশুর পিতাকে আর্থিক ক্ষতিপূরণ বাবদ গাছের মালিক আনারুল সর্দার ১ লাখ টাকা এবং মিমাংসায় অংশ নেয়ার খরচ বাবদ ২০ হাজার টাকা প্রদান করেন ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ