,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

টাঙ্গাইলে বেড়েই চলেছে বিষাক্ত তামাক চাষ

লাইক এবং শেয়ার করুন

মোঃ নাজমুল হাসানঃ টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীর পাড় ঘেষা চড় গুলোতে যে দিকে দুচোখ যায় শুধু তামাক আর তামাক।তবে এক সময় এ সব ফসলি জমিতে চাষ করা হত ধান,পাট,গম,সরিষাসহ নান্না ধরনের শাক-সবজি।কিন্তু কৃষিকর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা আর আকিজ টোবাকোর মতো তামাক কোম্পানি গুলোর মেটা অঙ্কের টাকার প্রলোভনে পড়ে গত ৬ বছর যাবৎ এখানকার কৃষক তামাক চাষ করে আসছে।

আর দিন দিন তামাকের ব্যাপকতা বেড়েই চলেছে।কৃষকরা বলছে অনান্য ফসল তেমন একটা লাভজনক না অপরদিকে তামাকে প্রতি একশ হেক্টরে এক লাক্ষ টাকা পাওয়া যায়, যে কারণে লাভের কথা চিন্তা করে তারা তামাক চাষ করছে। এতে পরিবেশের মারাত্ম ক্ষতিসহ কৃষকরা ভুগছে নান্না ধরণে স্বাস্থ্য সমস্যায়।যা কৃষকরাও উপলব্ধি করকে পাড়ছে। কৃষকদের অভিযোগ কোন সময় কৃষিবিভাগের পক্ষ থেকে তাদের কোনো ধরনের পরামর্শ দেওয়া হয় না। গত বছর এ দুই উপজেলায় ১৫০ হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবার তা বেড়ে দাড়িয়েছে ১৮০ হেক্টর জমিতে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ