,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

গফরগাঁওয়ে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার

লাইক এবং শেয়ার করুন

আবিদ হাসান, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত এক তরুনীর ( ২২) লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার পাগলা থানা এলাকার খুরশীদ মহল ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয় । পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁন মিয়া জানান, পাঁচবাগ ইউনিয়নের খুরশীদ মহল ব্রীজের নীচে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । উদ্ধারের সময় ওই তরুনীর পড়নে ছিল প্রিন্টের সালোয়ার কামিজ । এ ঘটনায় পাগলা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে, লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ