,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ সচিবদের দিনব্যাপী অনশন কর্মসূচি

লাইক এবং শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি # লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিবদের ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দিন ব্যাপী অনশন কর্মসূচি পালন করেছে কর্মরত সচিবেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিাবর সকালে স্থানীয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে আন্দোলনরত সচিবরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি, বাপসা লক্ষ্মীপুর জেলা শাখা এই অনশন র্কসূচীর নেতৃত্ব দেয়। সচিব পদবী পরিবর্তন করে, মূখ্য কর্মকর্তা, দশম গ্রেড স্কেল প্রদান, বেতন ভাতা এবং পেনশনসহ যাবতীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীবে এই অনশন কর্মসূচী পাল করা হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাপসার লক্ষ্মীপুর জেলা সভাপতি নুরুল হুদা। অনশন কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন ইউপি সচিব সাহাবউদ্দিন সাবু, তছলিম উদ্দিন , অঞ্জন কুমার দাস, টি এস এম মনোয়ার হোসেন , সাধনচন্দ্র দাস , সফিকুল ইসলাম , মাহবুবুর রহমান , মাসুদ আলম, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান , আফসার উদ্দিন, গিয়াস উদ্দিন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ