,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন ও সমাবেশ

লাইক এবং শেয়ার করুন

সফিউল্লাহ আনসারী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনকালে গত বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যু হয়। শিমুল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল (৪ ফেব্রুয়ারী) শনিবার সকাল ১১ টায় ভালুকা সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকগণ ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘন্টা মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যক্ষ এ আর এম শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমকাল ভালুকা প্রতিনিধি,স্থানীয় সাংবাদিক ও সুহৃদ সমাবেশের সদস্যবৃন্দ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ