,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আগৈলঝাড়ায় বিষাক্ত স্পিরিট পানে স্কুল ছাত্রের মৃত্যু

লাইক এবং শেয়ার করুন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) # বরিশালের আগৈলঝাড়ায় ভিপির বিয়েতে গিয়ে বিষাক্ত স্পিরিট পানে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাতস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করা হয়েছে। ঘটনার পর ভিপি ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

স্থানীয় একাধিক বিশ্বস্তসূত্রে জানা গেছে, উপজেলার শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্রদল সমর্থিত সাবেক ভিপি সেলিম সরদারের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে যায় উত্তর শিহিপাশা গ্রামের জসীম সরদারের ছেলে ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সোলায়মান। এ সময় সোলায়মান তার বন্ধু একই গ্রামের সহিদ সরদারের ছেলে সজল সরদার, ছত্তার জমাদ্দারের ছেলে জাফর জমাদ্দার, টিটু সরদারের ছেলে হাসিবুল সরদার মিলে শনিবার রাতে বিষাক্ত স্পিরিট পান করে গুরুতর অসুস্থ হয়ে পরে। বিষয়টি কাউকে না জানিয়ে দু’দিন বাড়িতে রেখে গোপনে চিকিৎসা করার পরেও তাদের অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে সোলায়মানকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন অসুস্থ সোলায়মানের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বিষাক্ত এ্যালকোহল জাতীয় মাদক সেবন করায় তার এই অবস্থা হয়েছে।

উপজেলা হাসপাতাল থেকে তাৎক্ষণিক সোলায়মানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়। সোলায়মানের বন্ধু হাসিবুলসহ অন্যরা বিষাক্ত স্পিরিট পানে অসুস্থ হয়ে প্রথমে হাসপাতালে চিকিৎসা নিলেও ঘটনা জানাজানির পর তারা গোপনে চিকিৎসা নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অজ্ঞাতকারণে কোন ব্যবস্থা নেয়নি। পোস্টমর্টেম ছাড়াই তার লাশ দাফন করা হয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। বিষাক্ত মাদক সেবনে সোলায়মান মারা যায়নি। সে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে তিনি দাবি করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ