,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শিক্ষা সপ্তাহে উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

লাইক এবং শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সপ্তাহে উপলক্ষ্যে লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় লক্ষ্মীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুরশিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুমন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আবদুল আজিজ, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মো. মোছাদ্দেক হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা। এছাড়া র‌্যালীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ