,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সড়ক দূর্ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত

লাইক এবং শেয়ার করুন

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া ইটভাটার কাছে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত হয়েছে। এ সময় প্রাইভেটকার চালক ফরিদুল ইসলাম ফরিদ (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছে বলে জানা গেছে। গাড়ীতে থাকা পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুভ্রজিৎ হালদার বাবু, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু ও সহ-সম্পাদক মাসুম বিল্লাহ কে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শুভ্রজিৎ হালদার বাবুকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে জানান কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া। নিহত গাড়ী চালক মো: ফরিদুল ইসলাম ফরিদের বাড়ী সদর উপজেলার ভাইজোড়া গ্রামে।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া বলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি সুভ্রজিৎ সাহা বাবু, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু ও সহ-সম্পাদক মাসুম বিল্লাহ একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিলেন। পথে মাজড়া ইটভাটার কাছে এলে প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগলু আইসক্রিমের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ফরিদ নিহত হন। এসময় গুরুতর আহত হন ছাত্রলীগ নেতারা। এ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক রওশন আলীকে আহতাবস্থায় আটক করা হলেও হেলপার পালিয়ে যায় বলে আরো জানান ওসি (তদন্ত) জাকারিয়া।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ