,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বগুড়া নন্দীগ্রাম ভদ্রাবতী নদীর ব্রীজে ঝুঁকি নিয়ে যান চলাচল

লাইক এবং শেয়ার করুন

এম নজরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর ভদ্রাবতী নদীর ব্রীজের মাঝখানে ভেঙ্গে দুটি গর্ত হয়ে গত ৪ বছর ধরে এলাকার সাধারন লোকজন, শিক্ষার্থী, যাত্রীসহ সকলেই ঝুকি নিয়ে চলাচল করছে। ওই এলাকার লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী জানায়, উপজেলার বুড়াইল ইউনিয়নের সীমান্তর্বতী এলাকায় ৪ বছর আগে ভদ্রার্বতী ব্রীজের মাঝখানে ভেঙ্গে যায়। এই ব্রীজটি নির্মাণ হয় পঞ্চাশের দশকে, সেই থেকে আজ পর্যান্ত সংস্কার হয়নি।

ওই এলাকার স্থানীয় লোকজন ভেঙ্গে যাওয়ার ২টি স্থানে চালকদের দৃষ্টি আকর্ষণের জন্য লাঠির সাথে লাল কাপড় পেঁচিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করে ছিল বেশ কিছু দিন যাবৎ ধরে। তবে কিছুদিন যেতে না যেতে সেই সংকেত চিহ্ন পড়ে বিলিন হয়ে যায়। মুরাদপুর-ভদ্রার্বতী ভেঙ্গে যাওয়া নদীর ব্রীজের উপর দিয়ে প্রতিদিন শত-শত যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সিএনজি চালক শাহ আলম ও রফিকুল ইসলাম নববার্তাকে বলেন, ভেঙ্গে যাওয়া ব্রীজের ২টি বড়-বড় ডোর রয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে পুরো ব্রীজেটি যে কোন সময় ভেঙ্গে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এছাড়া ব্রীজের দুই পাশ্বের রেলিং ভেঙ্গে পড়ছে। এই ভেঙ্গে যাওয় ব্রীজ থেকে বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন বলেন জানান, ওই এলাকার প্রবীন শিক্ষক আজিজুল হক।

তিনি আরো বলেন, ব্রীজটি নিমার্ণ হয়েছিল ১৯৫০ সালে। তারপর এই ব্রীজের কোন মেরামত করা হয়নি। তবে গত কয়েক বছর ধরে ব্রীজটির ভেঙ্গে পড়ে রয়েছে কারো কোন নজরে পড়েছে না। সংবাদ পত্রের লোকজন এসে বহুবার ছবি তুলে খবর প্রকাশ করেছে। তারপরও কোন কর্তৃপক্ষের সারা মিলছে না।

ওই ভদ্রার্বতী ব্রীজের উপর দিয়ে ১টি ইউনিয়নসহ শেরপুরের লোকজনের যোগাযোগ রয়েছে। শেরপুর-নন্দীগ্রাম থানার সীমান্তর্বতী এলাকায় ভদ্রার্বতী নদীর উপর দিয়ে বয়ে গেছে এই ব্রীজটি। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ব্রীজটি পূণ-নির্মানের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে টেন্ডার দেওয়া হয়েছে। জরুরী ভিক্তিতে ব্রীজটির কাজ শুরু করা হবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ