,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

গাইবান্ধা-১ এর এমপি লিটনের দাফন সম্পন্ন

লাইক এবং শেয়ার করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে লিটনের মরদেহ নেওয়া হয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজ মাঠে। সেখানে নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষ এমপি লিটনকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি শামস-উল-আলম হীরু, গাইবান্ধা পৌর মেয়র শাহ জাহাঙ্গীর কবির মিলনসহ হাজারো মানুষ অংশ নেন।

প্রসঙ্গত: গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে লিটনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এ সময় তাকে  উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ