,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আগৈলঝাড়ায় অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষককে সম্মাণনা প্রদান

লাইক এবং শেয়ার করুন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) # বরিশালের আগৈলঝাড়ায় একজন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষককে সম্মাণনা প্রদান করেছে বরিশাল আঞ্চলিক ও আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি। গতকাল বিকেলে আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাকবাংলো সম্মেলন কক্ষে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক অরুণকৃষ্ণ হালদারকে ৫০ হাজার টাকার সম্মাণনা চেক প্রদান করেন জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সুনীল বরণ হালদার, আসাদুল আলম এবং আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, শিক্ষক নেতা যতীন্দ্র নাথ মিস্ত্রী, প্রিয়লাল মন্ডল, নির্মলেন্দু বাড়ৈ, অমিয় লাল চৌধুরী, স্বপন কুমার মন্ডল, মো. মিজানুর রহমান, মো. জহিরুল হক, শৈলেশ তপাদার, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক অরুণকৃষ্ণ হালদার দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতাসহ প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করে এই সম্মাণনা অর্জন করলেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ