,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সারাদেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

লাইক এবং শেয়ার করুন

টাঙ্গাইলের মধুপুর, দিনাজপুরের খানসামা, সুনামগঞ্জের দিরাই ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার পচারচনা গ্রামে বজ্রপাতে  দুই ছেলে ও বাবার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন নিখিল হাজং (৪৫) এবং তার ছেলে জর্জ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮)। এ সময় নিখিলের স্ত্রী জনতা সিমসাং (৪০) আহত হয়েছেন। তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোরে বৃষ্টির সময় নিখিলের ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নিখিল ও তার দুই ছেলের মৃত্যু হয়।

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ান গড় গ্রামে বজ্রপাতে মতিলাল রায় (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মতিলাল ওই গ্রামের মৃত মেঘনাথ রায়ের ছেলে। প্রতিবেশী নিতাই রায় জানান, সকালে গবাদিপশুর খাদ্য সংগ্রহের জন্য মতিলাল মাঠে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামে বজ্রপাতে শামীম মিয়া (৪৩) ও তহুর মিয়া (৩২) নামে দুজন মারা গেছেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল জানান, সকালে দিরাই উপজেলার হাওর এলাকায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার করনশি গ্রামে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন ললিতা (৪০) ও তার ছেলে রিমন (১৫)। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানি জানান, সকালে ললিতা, তার ছেলে রিমন ও মেয়ে বিউটি ঘরে বসে ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ললিতা ও রিমনের মৃত্যু হয়। গুরুতর আহত বিউটিকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ