,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭০ কিলোমিটারের তীব্র যানজট

লাইক এবং শেয়ার করুন

ঢাকামুখী গরুর ট্রাকের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। এদিকে, গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সেখানে দেখা দেয় সাময়িক যানজট। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হাইওয়ে পুলিশ জানিয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের সীমানায় চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকা জুড়ে সড়কে দেখা দিয়েছে যানজট। মঙ্গলবার গভীর রাত থেকে এই মহাসড়কে গাড়ী চলছে থেমে থেমে।

এদিকে, পাটুরিয়ায় ৩টি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন ও কোরবানির পশুর ট্রাক টাঙ্গাইল হয়ে সড়ক পথে ঢাকা আসছে। এতে যানজটের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন ঈদে ঘরমুখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে। এছাড়াও বুধবার সকাল ৮টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজট দেখা যায়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ