,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ঝালকাঠি শহরে রাস্তার পাশে বিক্রি হচ্ছে খোলা পেট্রোল॥ ঘটছে র্দূঘটনা

লাইক এবং শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি শহরে রাস্তার পাশে মুড়ি শাকসবজী বিক্রির মত বিক্রি হচ্ছে খোলা পেট্রোল। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। গতকাল রবিবার দুপুর ১টায় শহরের বিআরটিসি বাস ষ্টান্ডের পাশে একটি খোলা পেট্রোলের দোকান থেকে ভাড়ায় চালিত মটর সাইকেলে বোতল থেকে মটর সাইকেলের ট্যাংকিতে পেট্রোল ঢালার সময় ট্যাংকীর বাইরে পেট্রোল পরে মটর সাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় সেখানে থাকা মোটর সাইকেল যাত্রী বিজয় টিভি, আমার দেশ ও বরিশালের আজকালের ঝালকাঠি প্রতিনিধি সাংবাদিক শফিউল আজম টুটুল সামান্য আহত হন। আশেপাশের  জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। সরেজমিন দেখা যায় এখানে পাশাপাশি ৩/৪টি খোলা পেট্রোলের দোকান রয়েছে। এলাকাবাসী জানায় মটরসাইকেলের আগুন নিয়ন্ত্রন করা না গেলে এই এলাকায় বড় ধরনের অগ্নিকান্ড ঘটতো এবং ক্ষয়ক্ষতি হতো। অভিযোগ রয়েছে ঝালকাঠি বাসষ্টান্ডের খোলা পেট্রোলের দোকানগুলো কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই সরাসরি বোতল থেকে মটর সাইকেলের ট্যাংকীতে পেট্রোল ঢালে। প্রায়ই তারা চালকের হাতে পেট্রোলের বোতল দিয়ে দেয়। এতে করে দূর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে যায়। গতকাল যে দূর্ঘটনা ঘটেছে এখানে পেট্রোলের দোকান মালিক মটর সাইকেল চালককে পেট্রোলের বোতল দিলে সে এই দূর্ঘটনা ঘটায়। শহরের বাসষ্টান্ডে এলাকার মানুষ সহ শহরবাসীর দাবী অবিলম্বে খোলা পেট্রোল বিক্রেতাদের নিয়ন্ত্রন করা হোক এবং শহরবাসীকে ঝুকি মুক্ত করা হোক। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেলের ফিটনেস ছাড়া কেউ যাতে ভাড়ায় চালিত ও প্রাইভেট মোটরসাইকেল চালাতে না পারে সে ব্যাপারেও শহরবাসী ট্রাফিক কতৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন। #


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ