,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শাবিতে ‘রিম’ মিউজিক্যাল ক্লাবের নতুন কমিটি

লাইক এবং শেয়ার করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মিউজিক্যাল সংগঠন ‘রিম’এর ২০১৬-১৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাখাওয়াত আমিনকে সভাপতি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বিভাগের হাসিকুর রেজা চৌধুরী পায়েলকে সাধারণ সম্পাদক করে ৪৯ মোট সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রবিবার রিমের ২০১৫-১৬ কমিটির সভাপতি তৌহিদ জামাল ওমি ও সাধারণ সম্পাদক আসিফ হালিম দ্বীপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়। কমিটিতে সহ-সভাপিত পদে তিনজনকে মনোনিত করা হয়। এরা হলেন- সিএসই বিভাগের তারমিম হক শুভ, এফইটি বিভাগের সাকিফ আহমেদ, সিএসই বিভাগের ওবায়দুল ইসলাম খান সাজিদ এবং নৃবিজ্ঞান বিভাগের চান্দ মিয়া।

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে চারজনকে মনোনিত করা হয়। এরা হলেন-সিইপি বিভাগের মো: রিয়াদ ইলেকট্রন, আইপিই বিভাগের ওয়ারোক ইয়াজদানি, সিএসই বিভাগের জিল্লুর রহমান সৌরভ এবং ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদ হাসান রাহাত।

এছাড়াও কমিটিতে ব্যান্ড লিডার হিসেবে বিএমবি বিভাগের রাসেল সিদ্দিকি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সিইপি বিভাগের মোস্তফা মোশার্রফকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসান মাহমুদ রাপ্পিকে মনোনিত করা হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ