,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আজকের শিশুরা আগামী দিনের অমূল্য রত্ন : কামরান

লাইক এবং শেয়ার করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিশুরা। সিলেট সামাজিক সংগঠন ‍”লুমিনাস সোশ্যাল সার্ভিসেস ক্লাব’ ও সাহিত্য সংগঠন ‘পেন ক্লাব”এর আয়োজনে শুক্রবার সকাল ১১টায় সিলেট নগরীর বসন্ত মেমোরিয়াল স্কুল ‘বিশিকা’তে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আজকের শিশুরা আগামী দিনের অমূল্য রত্ন। নিপীড়িত বাঙালি জাতির ভাগ্যাকাশে যখনি কালো মেঘ, তখনি এই কালজয়ী মহান নেতা গৌরবময় আর্বিভাব। তিনি ধ্বংস্বস্তুপের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন দেশকে গড়তে হবে। তাঁর হাত ধরেই বাঙালির শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, এডভোকেট দেবাশিষ দাস বুলু, সিলেট জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক মাহমুদুল করিম নেওয়াজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুমিনাস ক্লাবের সভাপতি খায়রুল ইসলাম জুবেল, সাধারন সম্পাদক আব্দুন নূর মাহি, পেনক্লাব সভাপতি আসিফ আযহার শিপু, ছাতক-দোয়ারা ছাত্র পরিষদ, সিলেট এর সভাপতি রবিউল আলম রাজ্জাকসহ সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন কামরান। পরে কেক কেটে মহান এই নেতার জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো রক্তদান ও বিনামূল্যে রুক্তের গ্রুপ নির্ণয়, বুক স্টল এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠান।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ