,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেটে হয়ে গেলো নন ভ্যালেনটাইনদের মহাসমাবেশ

লাইক এবং শেয়ার করুন

ভালোবাসা দিবসের আগের দিন ১৩ ফেব্রুয়ারি সোমবার সিলেটে আয়োজন করা হয়েছে নন ভ্যালেনটাইন মহাসমাবেশ। বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে এই আয়োজন করে কাকতাড়ুয়া নামের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন। বিপুল আনন্দ আয়োজনে সিলেটের কাজিরবাজার সেতুতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটা থেকেই সেতুতে অপ্রেম তরুণ তরুণীরা আসতে শুরু করে। বাউল শাহ আবদুল করিমের “বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে” গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঘন্টাব্যাপি চলে প্রেমের গান। আরো ছিলো প্রেমের সুফল ও কুফল নিয়ে আড্ডা, প্রেমের অভিজ্ঞতা ইত্যাদি।

প্রানবন্ত সমাবেশ শেষে বের হয় “সিঙ্গেল শোভাযাত্রা”। নেচে গেয়ে মজার মজার শ্লোগানে সিলেটের অপ্রেম তরুণ তরুনীরা শোভাযাত্রায় অংশ নেয়। “সাথী তোমার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই” এবং ” দুনিয়ার সিঙ্গেল-এক হও ভালোবাসো”  ইত্যাদি মজার শ্লোগানে শোভাযাত্রাটি সমগ্র সেতু প্রদক্ষিণ করে। এসময় কয়েকটি প্রেমিক জুটিকেও নন ভ্যালেনটাইন মহাসমাবেশে আসতে দেখা যায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি প্রেমিক জুটি তাদের প্রেমের গল্প সিঙ্গেলদের সামনে উপস্থাপন করে।

নন ভ্যালেনটাইন মহাসমাবেশে অংশ নেয়া নিশাত রাবেয়া হোসেন রাবু বলেন, “মহাসমাবেশ এতো মজার হয় তা কখনো জানতাম না। আমার মতো এখনো যারা ভালমতোন মনের মানুষ খুঁজে পাননি তাদের সাথে দেখা হলো। সবাই এতটাই আন্তরিক ছিলো যে মনেই হয়নি আজ প্রথম দেখা ছিলো।”

উত্তম কাব্য বলেন, “সিঙ্গেল লাইফ কিন্তু খারাপ না। এখানে এসে সবার হাসি খুশি মার্কা চেহারা দেখে আমার তাই মনে হচ্ছে”।

রুহেল বিন সাইদ বলেছেন, “ছোট ছোট কারণে অনেক সময় বড় প্রেম বিসর্জন দিতে হয়। সকলকেই তার প্রেমের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।”

কাকতাড়ুয়া সংগঠনের বক্তারা এসময় মানব প্রেমের পাশাপাশি দেশ প্রেম, সমাজের প্রতি দায়বদ্ধতা, নৈতিক উন্নতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে প্রতি বছর ভালোবাসা দিবসের আগের দিন এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাকতাড়–য়ার প্রচার সম্পাদক জীবন পাল।

উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, উইমেন্স কলেজ, মদনমোহন কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই মহাসমাবেশে অংশ নিয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ