,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট দক্ষিন সুরমায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

লাইক এবং শেয়ার করুন

সিলেট দক্ষিন সুরমায় লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দক্ষিণ সুরমা থানার এসআই মুন্নাসহ ৮ পুলিশ, পথচারীসহ  উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। শুক্রবার জুম্মার নামাজের পরপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নাম ফলকের নির্ধারনী নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। শুক্রবার সকাল থেকেই এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে জুম্মার নামাজের পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ