,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চালু হলো ক্যাথল্যাব

লাইক এবং শেয়ার করুন

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ‘ক্যাথল্যাব’ চালু হয়েছে। মঙ্গলবার এ আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুজন প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ক্যাথল্যাব রোগীরা হৃদরোগের সর্বাধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং পেসমেকার প্রতিস্থাপনসহ বিভিন্ন ইন্টারভেনশন এর সুযোগ-সুবিধা পাবেন। এটি চালুর মাধ্যমে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সিলেট অনেক দূর এগিয়ে গেল বলে আয়োজকরা জানিয়েছে।

ক্যাথ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সত্যিকার উন্নত দেশে পরিণত হবে। অবশ্য, এরই মধ্যে দেশ অনেক উন্নত দেশের কাতারে গিয়ে পৌঁছেছে। সত্যিকার সমৃদ্ধ দেশ গড়তে আমাদের পাবলিক হেলথ এডুকেশনের প্রতি নজর দিতে হবে। এজন্য সচেতনতা সবচেয়ে বেশী জরুরী। এতে নিজের পাশাপাশি দেশেরও মঙ্গল নিহিত ।

হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এম এ রকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব:) এ মালিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. খন্দকার আব্দুল আওয়াল রিজভী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, মানুষ এবং সৃষ্টির সেবাতে-¯্রষ্টার সন্তুষ্টি নিহিত।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বর্তমান সরকারের অগ্রগতি বিভিন্ন ভাবে প্রশংসিত হচ্ছে। এর আগে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ক্যাথ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ