,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেটে বিএনপির সমাবেশে পুলিশের বাধা

লাইক এবং শেয়ার করুন

সিলেটে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেল ৩টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। মিছিলের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।কিন্তু পুলিশের বাধায় কর্মসূচী পালন করতে পারেননি সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী ছিল। কিন্তু সকাল থেকেই পুলিশ মোতায়েন করে আমাদের সমাবেশস্থলকে ঘেরাও করে রাখা হয়, গেইট বন্ধ করে রাখা হয়। অথচ গতকালই আমরা পুলিশ প্রশাসনকে বিক্ষোভ সমাবেশের বিষয়ে অবহিত করেছিলাম। গণতন্ত্র হত্যা বলে যে কথাটি আমরা বলছি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে এভাবে বাধা দিয়ে সেটি আবারও প্রমাণ করলো প্রশাসন।’

এদিকে পুলিশ বলছে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিএনপিকে বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হয়নি।নগরীর কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ বলেন, ‘অতীতে তারা ধ্বংসাত্মক কর্মকান্ড করেছেন। আজও করতে পারতেন। এজন্য তাদেরকে মিছিল করতে দেওয়া হয়নি।’

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সিলেটে কালো পতাকা মিছিল করতে গিয়েও পুলিশের বাধার মুখে পড়েছিল বিএনপি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ