,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট সাতমাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লাইক এবং শেয়ার করুন

একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। বুধবার সকালে দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জের মাহিন আহমেদ (৩০), জেসমিন বেগম (৩২) ও সুজন মিয়া (৩৪)। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান, সকালে কুমিল্লা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এসময় মাইক্রোর চারজন ও বাসের পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর দুটি গাড়ি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ