,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুত সিলেট

লাইক এবং শেয়ার করুন

উদয় জুয়েল : আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন আজ । সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে পৌনে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রহ) ও পৌনে ১২টায় হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত করবেন তিনি।

মাজার জিয়ারত শেষে বেলা ১১টা ৫৫ মিনিটে জালালবাদ সেনানিবাসের উদ্দেশ্যে যাত্র শুরু করবেন। দুপুর ১২টা ২০মিনিটে জালালাবাদ সেনানিবাসে প্রবেশ করে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর, ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন, নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে রওয়ানা হয়ে বিকাল ৪টায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষ্যে ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো সিলেট নগরী। শহরতলীর বিভিন্ন স্থানেও শোভা পাচ্ছে গেইট। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যাকে বরণ করতে প্রস্তুত সিলেট।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ