,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

লাইক এবং শেয়ার করুন

দৈনিক সিলেট বাণীর সম্পাদক, সিলেটের প্রবীণ সাংবাদিক আরহাজ্ব জাহিরুল হক চৌধুরী আর নেই। গতকাল সোমবার রাত ১টা ৫ মিনিটের সময় তিনি নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২)। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার বাদ যোহর নগরীর নয়াসড়ক মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মানীক পীর (রহ.) গোরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

দৈনিক সিলেট বাণীর সম্পাদক, প্রবীন সাংবাদিক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবীন সাংবাদিক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা অঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরনীয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ