,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজা সম্পন্ন

লাইক এবং শেয়ার করুন

উদয় জুয়েল : বিচ্ছেদে ভাসিয়ে সিলেটে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন। পাঁচদিনের ধর্মীয় উৎসব শেষে আজ মঙ্গলবার দেবী দুর্গা স্বামীগৃহে ফিরেছেন। ফলে সমাপ্তি ঘটছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। দুর্গা দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটের সুরমা নদীর চাঁদনী ঘাটে উৎসব মুখর পরিবেশে শেষ হল প্রতিমা বিসর্জন ।

সিলেটের সুরামার পাড়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়া আর ও উপস্থিত ছিলেন : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ।

সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হওয়ায় প্রশাসন’সহ উপজেলার সর্বস্থরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেট সকল মন্দির থেকে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় শুরু হয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। সিলেট বিভিন্ন সড়ক অতিক্রম করে শোভাযাত্রাটি সিলেটের সুরমা নদীর চাঁদনী ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়।

এর আগে বিজয়া দশমী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় মন্দিরে মন্দিরে বিচ্ছেদের সুর। পৃথিবীতে দেবী দুর্গার আগমনে যেমন উৎফুল্ল হয়েছিল সনাতন ধর্মাবলম্বীরা, তেমনি তার বিদায়ে শোক ছুঁয়েছে ভক্তদের। সকাল থেকেই মন্দিরে মন্দিরে নামে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল।এদিকে বিচ্ছেদের এ ক্ষণটি সিঁদুর খেলা রাঙিয়ে রেখেছেন ভক্তরা। হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীদের জন্য সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত দিনভরই তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ ও নাচ-গান করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ