,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেটে বদরুলের প্রতি ধিক্কার জানিয়ে ‘থুথু নিক্ষেপ’

লাইক এবং শেয়ার করুন

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কোপানোর ঘটনায় শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের ঘৃণা থেকে তাকে ধিক্কার জানিয়ে সিলেটে করা হয়েছে ‘থুথু স্তম্ভ’। মঙ্গলবার সকালে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ীভাবে ‘থুথু স্তম্ভ’র বানিয়ে সেখানে ‘থুথু নিক্ষেপ’ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)-এর উদ্যোগে বদরুলের শাস্তির দাবিতে এবং জনসচেতনা সৃষ্টির লক্ষ্যেই এটি স্থাপন করা হয়েছে।

এর আগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, এটি একটি সুন্দর উদ্যোগ। বদরুলের শাস্তির দাবিতে এবং তাকে ঘৃণা জানিয়ে করা এই থুথু স্তম্ভ আমার ভালো লেগেছে। তিনি সবার কাছে খাদিজার সুস্থতা কামনা করে দোয়া চান।

খাদিজার বড় ভাই শাহীন বদরুলের বিরুদ্ধে দায়েরকরা মামলাটি দ্রুত বিচারে স্থানাস্তরের দাবি জানান। মানবন্ধনে সিলেটের সাংবাদিক, রাজনীতিবীদ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়া থুথ স্তম্ভে স্বতস্ফুর্তভাবে থুথু নিক্ষেপের মাধ্যমে বদরুলের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছেন সর্বস্তরের জনসাধারণ।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর খাদিজা এমসি কলেজ ক্যাম্পাস থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় কলেজের পুকুর পাড়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ