,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট মধুশহীদে মুসল্লিদের ও ইসকন ভক্তদের সংঘর্ষ

লাইক এবং শেয়ার করুন

সিলেট নগরীর মধুশহীদে স্থানীয় মুসল্লি ও ইসকন ভক্তদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বাদ জুমআ এই সংঘর্ষ শুরু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, মধুশহীদস্থ ইসকনের ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে সেখানে গানবাজনা করেন। শুক্রবারে নামাজের সময়ও তারা গানবাজনা বন্ধ করেন না। এ বিষয়ে তাদেরকে কয়েকবার অবগত করা হলেও তারা গানবাজনা চালিয়ে যায়। আজ শুক্রবার জুমআ’র নামাজের সময়ও ইসকন ভক্তরা গানবাজনা চালিয়ে যায়।এতে ক্ষুব্দ হয়ে মুসল্লিরা নামাজ শেষে ইসকনে যান। সেখানে বাদানুবাদের একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৯ জন পথচারী রয়েছেন। অন্যজন ইসকন ভক্ত বলে ইসকন মন্দির কর্তৃপক্ষের দাবি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।এ বিষয়ে কথা বলতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ