,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট-সুনামগঞ্জ দুই বাসের সংঘর্ষে নিহত ১

লাইক এবং শেয়ার করুন

সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁ ও নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম আলী (৪৫) নামক এক চালক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ১৫-২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম আলী সুনামগঞ্জের ষোলঘর নবী আলীর ছেলে। তবে বর্তমানে তিনি সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস এবং সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে যুগীরগাঁও নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি বাসের চালক ইব্রাহিম আলী গুরুতর আহত হন। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেঝ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায তিনি মারা যান। সংঘর্ষে আহত আরো ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ