,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ছাত্রলীগের বর্ধিত সভায় ‘স্থগিত’ সিলেট জেলা কমিটির নেতারা

লাইক এবং শেয়ার করুন

ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় যোগ দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। স্থগিত কমিটির নেতারা কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভায় যোগ দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যলয়ের সিনেট ভবনে ছাত্রলীগের এ বর্ধিত সভা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটি নেতারা ছাড়াও বিভিন্ন জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

এই বর্ধিত সভায় অংশ নেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। যদিও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের দায়ে তাদের কমিটি তিন মাসেই স্থগিত ঘোষণা করা হয়। গত ৩০ মার্চ কেন্দ্রীয় কমিটির সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে।

এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে সিলেট জেলা ছাত্রলীগের নেতাদের মধ্যে। স্থগিত কমিটির নেতারা কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভায় অংশ নেওয়ায় অনেকেই ফেসবুকে সমালোচনা করেছেন। আবার জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ তুলে নেওয়া হতে পারেও জানিয়েছেন কেউ কেউ।

সিলেট জেলা ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ চৌধুরী তাঁর ফেসবুকে বর্ধিত সভায় সামাদ ও রায়হানের উপস্থিত থাকার একটি ছবি যুক্ত করে লিখেছেন- ‌’চলিতেছে সার্কাস। বি:দ্র: সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত!’

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ