,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিয়াম সাধনা ও ইবাদতের মাস রমজান মাস : অর্থমন্ত্রী

লাইক এবং শেয়ার করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, রমজান হচ্ছে পবিত্র মাস। সিয়াম সাধনা ও ইবাদতের মাস। এ মাস যেমন আমাদেরকে সংযমী করে তেমনি সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করার বিশেষ উৎসাহ যোগায়। তাই রজমান মাসের শিক্ষাকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে হবে।

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৃহস্পতিবার সিলেট নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিল পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।অর্থমন্ত্রী বক্তব্যের শুরুতে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন সিলেট ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, জিয়াউল হক, মো. লায়েছ উদ্দিন, মো. শহিদুর রহমান, আবু তাহের মো. শোয়েব, পিন্টু চক্রবর্তী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মো. ওয়াহিদুজ্জামান ভুট্টো, এমদাদ হোসেন, এহতেশামুল হক চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, চন্দন সাহা, আব্দুর রহমান, মো. বশিরুল হক, এজাজ আহমদ চৌধুরী প্রমুখ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ