,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট নগরীর উপশহরে বাসায় অগ্নিকান্ড

লাইক এবং শেয়ার করুন

সিলেট নগরীর উপশহরে অগ্নিকান্ডে একটি বাসার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপশহরের ডি ব্লক ৩২ নং রোডের ১নং বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। ওই বাসার বাসিন্দা জামাল হোসেন সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে কর্মরত।

জামাল হোসেন বলেন, ড্রইং রুমে শোকেসের উপর টিভি রাখা ছিল। এখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনে টিভি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া বইসহ আরো কিছু আসবাবপত্রও পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

তবে আগুন লাগার সাথে সাথেই আইপিএস বিচ্ছিন্ন করে ফেলায় আগুন সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলে জানিয়েছেন তিনি। ফায়ার সার্ভিস কর্মী আসার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এই বাসার বৈদ্যুতিক তারগুলো অনেক পুরাতন হওয়ার কারণেই আগুনের সূত্রপাত।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ