,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট ভিওআইপি সরঞ্জাম সহ যুবক আটক

লাইক এবং শেয়ার করুন

সিলেট নগরীর পূর্ব পীর মহল্লা প্রভাতী আবাসিক এলাকার ব্রুক ভিউ টাওয়ার থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জাম ও চকলেট বোমা সহ সজিব হাসান (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সে যশোহর জলো শহরের নিউ মার্কেট বস্তির আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে নগরীর কদমতলী এলাকায় একটি মেসে বসবাস করছিল।

শুক্রবার দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে আম্বরখানা ফাঁড়ির পুলিশ।

ধারনা করা হচ্ছে, ব্রুক ভিউ টাওয়ারের এই ফ্লাটটিতে দীর্ঘ দিন থেকে এই ব্যাবসা চলতো। শুক্রবার সকালে অন্যকাজে টাওয়ারের কেয়ারটেকার নূর আলী এই ফ্লাটে ডাকতে গেলে দরজা না খোলায় তার সন্ধেহ হয়। এতে স্থানীয় জনতা হাসানকে আটক করে রেখে স্থানীয় কাউন্মিলর ও পুলিশকে খবর দেন।

পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের উপস্থিতিতে আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এস আই ইয়াছিন মালামাল সহ হাসানকে আটক করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ