,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শিশুদের প্রতি যত্মবান হলেই শিশুরা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠবে-এমপি আবু জাহির ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

লাইক এবং শেয়ার করুন

শেখ মোহাম্মদ তানভীর হোসেন  : হবিগঞ্জ জেলা প্রতিনিধি#   শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি অভিভাবকদের আরো যত্মশীল হওয়া প্রয়োজন। নিজেদের পরিবারে শিশুদের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা দেয়ার ফলে একজন শিশু সুস্থভাবে বেড়ে উঠতে পারে। হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ইং প্রথম পর্যায়ের উদ্বোধনকালে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন বর্তমান সরকার বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে। তাই সকলের উচিত শিশুদের স্কুলে পাঠানো। তিনি বলেন নিয়মিত টিকাদানের পাশাপাশি শিশুদের হাত ধোয়াসহ যাবতীয় স্বাস্থ্য নিয়মাবলী শিক্ষা দিতে হবে। শিশুদের প্রতি যত্মবান হলেই শিশুরা সুনাগরিক হয়ে উঠবে এবং হবিগঞ্জ তথা বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। সংক্ষিপ্ত আলোচনার পর শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, অর্পনা বালা পাল, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী হবিগঞ্জের সাবেক সভাপতি তকা¤মূল হোসেন কামাল, সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালিব মমরাজ, হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, হবিগঞ্জ পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলন, স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস প্রমুখ। হবিগঞ্জ জেলায় ৬ মাস হতে ৫৯ মাস পর্যন্ত সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকার ৩৯ টি কেন্দ্রে ৮ হাজার ৪শ ২৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ