,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তাহিরপুর সীমান্তে ২লক্ষাধিক টাকার ভারতীয় মদ আটক

লাইক এবং শেয়ার করুন

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি # সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ১৫২বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ২লক্ষ ২৮হাজার টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়,উপজেলার লাড়উগড় সীমান্তের ১২০৫নং পিলার সংলগ্ন মুকশেদপুর এলাকা দিয়ে চোরাচালানীরা ভারত থেকে মদ পাচাঁর করার সময় বিজিবির সোর্স নুরু মিয়া,জজ মিয়া ও শহিদ মিয়ার সার্বিক সহযোগীতায় ১৫২বোতল মদ আটক করতে সক্ষম হয় বিজিবি। লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল কালাম মদ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ